লামায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলী ঠেকাতে অভিভাবকদের মানববন্ধন

Published: 31 Jul 2016   Sunday   

লামায় প্রধান শিক্ষকের বদলীকে কেন্দ্র করে দু’দিন বন্ধ রয়েছে টিটিএন্ডডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রধান  শিক্ষককের বদলি ঠেকাতে রোববার মানবন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীদের অভিভাবরকরা।

 

লামা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর অফিস আদেশ জেপ্রাশিঅ/বা-বান/১১০/৮৮৬(৭) নং স্মারকে ২৬ জুলাই ২০১৬ইং টিটিএন্ডডিসি স্কুলের প্রধান শিক্ষক মোকাম্মেল আমিন কুতুবী কে হ্লাচাই পাড়া বিদ্যালয়ে ও হ্লাচাই পাড়া স্কুলের প্রধান শিক্ষক নন্দিতা শ্রীদেব চৌধুরীকে টিটিএন্ডডিসি স্কুলে বদলী করা হয়। উক্ত বদলী আদেশ হাতে পেয়ে হ্লাচাই পাড়া স্কুলের প্রধান শিক্ষক নন্দিতা শ্রীদেব চৌধুরী গেল ২৮ জুলাই লামা উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয় এসএমসি কমিটির সভাপতি এর হাতে জমা দিয়ে টিটিএন্ডডিসি স্কুলে যোগদান করেন।

 

এদিকে টিটিএন্ডডিসি স্কুলের প্রধান শিক্ষক মোকাম্মেল আমিন কুতুবীর গত ১বছরে স্কুল পরিচালনা নিয়ে স্কুলের অভিভাবকরা অত্যন্ত খুশি। তাই অল্প সময়ের মধ্যে এ বদলী আদেশ মেনে নিয়ে পারেননি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। রোববার  প্রধান শিক্ষককে স্ব-পদে বহাল রাখতে দাবীকে রোববার প্রধান  বিদ্যালয়ের সামনে মানবন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীদের অভিভাবরকরা। এই বদলীর আদেশ পরিবর্তন না করলে অনিদিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানায় আন্দোলনরত অভিভাবকরা জানিয়েছেন।

 

অভিভাবক হাজেরা বেগম ও আমেনা বেগম সহ অনেকে বলেন আমাদের দাবি মেনে না নিলে বিদ্যালয়ে গরু বাধা হবে, তাদের ছেলে মেয়েরা যাবে না।

 

এদিকে, এলাকার সচেতন মহল  ওঅভিভাবকরা সামনে পরীক্ষা শুরু হবে স্কুল বন্ধ থাকায় লেখাপড়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে প্রধান শিক্ষক বদলী বিষয়ে এই আন্দোলন কোন এক পক্ষের সৃষ্টি বলে অনেকে মনে করছেন।

 

লামা উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল বলেন, এই আদেশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের। যে নির্দেশ দেয়া হয়েছে তা আমরা পালন করছি। তবে অভিভাবকদের দাবির কথা আমরা বান্দরবান জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত