লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ কার্যক্রম শুরু

Published: 28 Jul 2016   Thursday   

বান্দরবানের লামায় সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং ও প্রতিদিন প্রায় ৩শতাধিক ছাত্র-ছাত্রীর ‘মিড ডে মিল’ আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল ছোঁয়া লেগেছে বান্দরবানের লামার লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ উপলক্ষে  গেল বুধবার বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ ও সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। 

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পাপিয়া সিদ্দিকা (রুপনা) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান  উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল।

 

লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়া, লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, এসএমসি কমিটি সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দাতা সদস্য আলী মিয়াসহ প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল বলেন, সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং ও প্রতিদিন প্রায় ৩শতাধিক ছাত্র-ছাত্রীর ‘মিড ডে মিল’ আয়োজনের মধ্য দিয়ে লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ডিজিটালের ছোঁয়া লেগেছে।

 

মিড ডে মিল কার্যক্রম চালিয়ে নিতে সকল অভিভাবকদের অনুরোধ করেন। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই লামা উপজেলার সব্বোর্চ শিক্ষা প্রতিষ্ঠান লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের পাশাপাশি ১৯৯টি কলেজকে জাতীয়করণের করেছেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এই যুগোপুযোগী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন এবং ‘মিড ডে মিল’ কার্যক্রম চালিয়ে নিতে তার পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর  এক মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দেয়ায় তিনি লামা পৌরসভাকে ধন্যবাদ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত