জুরাছড়িতে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন

Published: 25 Jul 2016   Monday   

সোমবার জুরাছড়ি উপজেলায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওয়াতায় বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন  সেনা বাহিনীর জুরাছড়ির জোনের অধিনায়ক লেঃকর্ণেল  মোঃ মেজবা উল ইসলাম খান পিএসসি।

 

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা,  মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মেজর সাইফ সামিম, মেজর মোঃ তানভির সালেহ, হেডম্যান করুনা ময় চাকমা। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধন করেন জোন অধিনায়ক লেঃকর্ণেল  মোঃ মেজবা উল ইসলাম খান বলেন, বর্তমান সরকার পর্বত্য এলাকায় শিক্ষা সম্প্রসারনের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের সফল উদ্যোগ হিসেবে বেসরকারী স্কুল ও কলেজ জাতীয়করণের আওয়াতায় আনা হয়েছে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষা অর্জনে ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে।

 

উল্লেখ্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওয়াতায় ১৭টি ল্যাপটপ ও বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক ১ টি ল্যাপটপ ও ১টি ব্যাস কম্পিউটার প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত