আগামী বুধবার থেকে রাঙামাটির ১৯টি রুটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের হুমকি

Published: 17 Jul 2016   Sunday   

রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ এবং শ্রমিক ও যানবাহনের নিরাপত্তাসহ পাঁচ দফা দাবী মানা না হলে আগামী বুধবার(২০ জুলাই) থেকে রাঙামাটির আঞ্চলিক সড়কের ১৯টি রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি।


চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মোঃ মঈন উদ্দিন সেলিম ও সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ আবদুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল শনিবার বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মোঃ মঈন উদ্দিন সেলিমের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ দফা দাবি আগামী মঙ্গলবারের মধ্যে প্রশাসন মেনে না নিলে বুধবার থেকে রাঙামাটির আঞ্চলিক সড়কের ১৯টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,সমিতির দাবী দাওয়ার মধ্যে রয়েছে রাঙামাটি রুটে বিআরটিসি পরিবহণ সম্পূর্ণরূপে বন্ধ করা, রাঙামাটি থেকে বড়ইছড়ি-রাজস্থলী,বান্দরবান রুটে বন্ধ থাকা রাস্তা মেরামত করে নিরাপদ ও নির্বিঘ্নে গাড়ি চলাচলের ব্যবস্থা গ্রহন করা, পাহাড়িকা বাস জনস্বার্থে চট্টগ্রাম মহরের নিউ মার্কেট পর্যন্ত চলাচলের ব্যবস্থা গ্রহণ করা, যত্রতত্র গাড়ি রিকুইজিশন বন্ধ করা।


চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মোঃ মঈন উদ্দিন সেলিম জানান, দীর্ঘ দিন ধরে রাঙামাটির কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ করে টার্মিনাল চালু, পাহাড়িকা যাত্রীবাহী বাসের জনস্বার্থে চট্টগ্রাম শহরের নিউ মার্কেট পর্যন্ত চলাচলের ব্যবস্থা গ্রহণ করাসহ ৫ দফা দাবী জেলা প্রশাসন ও বিআরটিএ-এর কাছে দাবী জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুরাহা পায়নি।

 

তিনি আরো জানান, আগামী মঙ্গলবার(১৯ জুলাই) এ সব দাবী প্রশাসন মেনে না দিলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহণ ধর্মঘট পালিত হবে। তিনি এসব দাবী আদায়ের লক্ষে পরিবহণ ধর্মঘট সফল করতে সবাইয়ের সহযোগিতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত