রাঙামাটিতে ৮৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ

Published: 16 Jul 2016   Saturday   

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার রাঙামাটিতে পাচঁ বছরের কম বয়সী শিশুদের  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

 

রাঙামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভার ১৩৩৮টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে মোট ৮৩ হাজার ৩৪০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

 

রাঙামাটি মা ও শিশু কল্যান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়ে কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা রহিম

 

এ সময় রাঙামাটি সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানা, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার রাঙামাটি জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ১০টি উপজেলা ও ২টি পৌরসভার ১৩৩৮ টি স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পে মোট ৮৩ হাজার ৩৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর নির্ধারণ করা হয়।

 

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৬০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৩ হাজার ২ শত ৮০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

এ ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের রাঙামাটি জেলার স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকেল ৪ টা পর্যন্ত একটানা লক্ষ্যমাত্রার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত