রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপিত

Published: 15 Jul 2016   Friday   

শুক্রবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রথম বর্ষপূর্তি  উদযাপিত হয়েছে।

 

রবিপ্রবির ভেদভেদীস্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় মিলনায়তনে বর্ষপুতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবির ভিসি প্রফেসর ড.প্রদানেন্দু বিকাশ চাকমা। এসময়  বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের বিভাগীয় প্রধান জুয়েল সিকদার, প্রভাষক দিমান শরমা, লেকচারেল সুর্চনা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও প্রথম ব্যাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাবিপ্রবির ভিসি প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা প্রথম বর্ষপূর্তির কেক কাটেন।

 

অনুষ্ঠানে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গত বছর এই দিনে স্বপ্নের বিশ্ববিদ্যালয়’র যাত্রা শুরু করে। আশা করবো এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা র্দীঘ ও সুন্দর হবে।

 

তিনি সকল শিক্ষার্থীকে পড়ালেখায় মনযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের মান রাখতে কাজ করতে হবে সকল শিক্ষার্থীকে। বিশেষ করে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের দায়িত্ব বেশি। তাই তিনি শিক্ষার্থীদের পড়ালেখা করে নিজের জীবনকে সুন্দর ও বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখাসহ দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ জুলাই এ দিনে যাত্রা শুরু করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয় স্থাপনের শুরু  থেকে স্থানীয় রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ  থেকে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের সকল কার্যক্রম স্থগিতের দাবী জানিয়ে আসছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত