ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

Published: 14 Jul 2016   Thursday   

আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

 

জেলা সিভিল সার্জন কার্যালয় সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা। অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক সাংবাদিক একেএম মকছুদ আহমেদ,  জেলা সিভিল কার্যালয়ের কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা প্রমুখ। অনুষ্ঠানে আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর ধারনা পত্র উপস্থাপন করেন ডাঃ জয় ধন তংচংগ্যা। 

 

সংবাদ সন্মেলনে ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, রাঙামাটি জেলায়  ৬থেকে ১১ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৩৪০  শিশুদেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ক্যাপসুল খাওয়া থেকে যাতে কোন শিশু বাদ না পড়ে সে জন্য রাঙামাটিতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থাসহ ৪ হাজার ১৪ জন কর্মী নিয়োগ করা হয়েছে।

 

তিনি আরো বলেন,আগামী ১৬ জুলাই রাঙামাটি জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম সফল করতে সংবাদকর্মীসহ সবাইয়ের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত