রাঙামাটিতে ৩ মাস ব্যাপী বুটিক ও বাটিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

Published: 11 Jul 2016   Monday   

নারীদের উন্নয়নের লক্ষ্যে এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে অসহায় ও দরিদ্র নারীদের নিয়ে সোমবার থেকে ৩মাস ব্যাপী বুটিক ও বাটিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে শহরের গর্জনতলী এলাকার রাজীব ত্রিপুরা (রোলেক্স) স্মৃতি মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন।


এ সময় উপজেলা সমাজ সেবা বিভাগের কর্মকর্তা আলপনা চাকমা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সমাজ সেবা বিভাগের বুটিক ও বাটিক প্রশিক্ষক সুজিতা চাকমা ও গৌরি ত্রিপুরা উপস্থিত ছিলেন।


প্রশিক্ষণ কর্মশালায় বক্তরা বলেন, এটি একটি সৃজনশীল পেশা। ভাল লাগার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৃজনশীল কাজে আপনার আগ্রহ থাকলে আপনার বেকার বসে থাকার সুযোগ নেই।

 

বক্তরা তিনমাসব্যপী প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে না থেকে অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং বুটিক ব্যবসায় আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেই হয়ে উঠতে পারেন স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত