রাঙামাটি পাবলিক কলেজের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাসের উদ্ধোধন

Published: 10 Jul 2016   Sunday   

রাঙামাটি পাবলিক কলেজের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাস রোববার উদ্ধোধন  করা হয়েছে।

 

রাঙামাটি পাবলিক কলেজ প্রাঙ্গনে ফিতাকাটা কেটে উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পাবলিক কলেজের গভার্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ও রুহুল আমিন,কৃষক লীগের জেলা শাখার সভাপতি জাহিদ আক্তার জাহিদ,কলেজ গভার্নিং বডির অন্যান্য সদস্য,কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

স্বাগত বক্তব্য রাখেন,পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির।  উদ্ধোধন শেষে প্রধান অতিথিসহ অতিথি ও শিক্ষক শিক্ষার্থীরা কলেজ ভবন   থেকে বাসে চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেন,এ কলেজ বাস পাওয়া মানে হচ্ছে আগামীতে কলেজটি সরকারি হওয়ার ইঙ্গিত বহন করছে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,রাঙামাটি পাবলিক কলেজ একটি আদর্শ ধর্মী রাজনৈতিক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। অল্প দিনের মধ্যে পাবলিক কলেজ অনেকটা উন্নয় ও উন্নতি হয়েছে। তিনি পাবলিক কলেজের ভবনটি দ্রুত নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কলেজ কর্তৃপক্ষকে আহবান জানান।

 

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিভাগের জন্য রাঙামাটি পাবলিক কলেজের জন্য ১টি এবং অপর ১টি বাস কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য উপহার  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত