রাঙামাটিতে সাংবাদিকদের সাথে টিআইবি-সনাকের সাথে মতবিনিময় সভা

Published: 25 Jun 2016   Saturday   

শনিবার রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির(সনাক) উদ্যোগে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক রাঙামাটি কমিটির সভাপতি চাঁদ রায়। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি মিলটন বাহাদুর। স্বাগত বক্তব্যে রাখেন সনাক সদস্য মোহাম্মদ আলী।

 

মাল্টিমিডিয়ার মাধ্যমে টিআইবি ও সনাকের কার্যকলাপের উপর আলোক পাঠ করেন টিআইবির রাঙামাটির এরিয়া ম্যানেজার মাসুদুল আলম। মবিনিময় সভায় অংশ গ্রহন করেন সনাক সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সাংবাদিক আলমগির মানিক, হিমেল চাকমা, শান্তিময় চাকমা প্রমুখ।


মতবিনিময় সভায় বলা হয়, টিআইবি দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার চাহিদা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ১৯৯৬ সাল থেকে একটি সামাজিক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করে। টিআইবি বাংলাদেশ চ্যাপ্টারে দুর্নীতি প্রতিরোধে অনুঘটকের ভূমিকা পাালন করে যাচ্ছে।

 

এরই অংশ হিসেবে টিআইবি’র সহযোগী সংগঠন সনাক রাঙামাটি কমিটি দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে জনসাধারনের সচেতনা বৃদ্ধির লক্ষে সারাদেশের মতন রাঙামাটি জেলায়ও শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও বিনামূল্য আইনী পরামর্শ প্রদান বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে এসব প্রকল্পের সফলতাও পাওয়া যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত