রাঙামাটিতে চাকমাদের ঐতিহ্যবাহী হালপালনি উৎসব উদযাপিত

Published: 24 Jun 2016   Friday   

চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব হালপালনি উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে আদিবাসী কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জুস ঈসথেটিকস কাউন্সিলের(জাক) উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুরুতে বক্তব্যে রাখেন জাক’র কার্যকরী কমিটির অন্যতম সদস্য শিশির চাকমা ও সংগঠনের সহ-সাধারন সম্পাদক রনেল চাকমা। পরে স্ব-রচিত কবিতা পাঠ করেন আদিবাসী কবিরা। এতে কবিতা পাঠ করেন কবি সুগত চাকমা চাকমা, মৃত্তিকা চাকমা, জড়িতা চাকমা, মনোজবাহাদুর গুর্খা প্রমুখ।  আদিবাসী কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। পরে জাক’র  শিল্পীদের পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জাতিসত্বাদের মধ্যে চাকমা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব হচ্ছে হালপালনি। প্রতি বছর বাংলা বর্ষপুঞ্জি অনুযায়ী আষাঢ় মাসের ৭ তারিখে মাত্র এক দিনের জন্য এ উৎসবটি উদযাপিত হয়ে থাকে। 

 

চাকমাদের  লোক বিশ্বাস মতে, আষাঢ় মাসের ৭ তারিখে বসুমতি ঋতুমতি হয়ে থাকে এবং তার উর্বরা শক্তি বৃদ্ধি পেয়ে শস্য ধারণ ক্ষমতা জন্মে। কারণ বসুমতিকে তারা মা বলে বিশ্বাস করে। এ জন্য এ দিনে জমিতে হাল চাষের যাবতীয় কাজ কর্ম থেকে বিরত থাকে। এছাড়া হাল চাষের যাবতীয় উপকরনাদি জমিতে না রেখে ঘরে রাখা, হালচাষের উপকরনাদি ধৌত করা এবং হালচাষের জন্য ব্যবহৃত গরুগুলোকে যত্নসহকারে  গোসল করানো হয়ে থাকে। অর্থাৎ এ উৎসবের দিনটিতে চাষীরা এক দিনের জন্য প্রাণভরে উৎসবে আনন্দে পুরিপূর্নভাবে বিশ্রাম নিয়ে থাকেন।  

 

হালপালনি দিনে বিশেষ করে চাষাবাদের সাথে যারা জড়িত তাদের বাড়ীতে বাড়ীতে  গিয়ে নানান রকমের পিঠাসহ নানান খানাপিনার আয়োজন করা হয়ে থাকে।

 

অনেকের মতে, ঐতিহ্যবাহী এ হালপালনি উৎসবটি কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে এ  উৎসবটি নতুন প্রজন্মের কাছে পরিচিত নয়। তাই এ ঐতিহ্যবাহী হালপালনি উৎসবটি ধরে রাখতে উৎসব পালনে উৎসাহিত করা হয় প্রচার বাড়াতে হবে।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত