জুরাছড়িতে নৌকায় ভরাডুবি,স্বতন্ত্র প্রার্থীদের জয়

Published: 04 Jun 2016   Saturday   
no

no

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় ৬ষ্ঠ ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি ঘটছে। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করেছেন।

 

নির্ভযোগ্য সূত্রে জানা যায়, জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউনিয়নের সন্তোষ বিকাশ চাকমা ও মৈদং ইউনিয়নের সাধনা নন্দ চাকমা হেডম্যান  এবং দুদুম্যা ইউনিয়নে শান্তি রাজ চাকমা বিপুল ভোটে বেসরকারী ভাবে জয় লাভ করেছেন।

 

জুরাছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ক্যানন চাকমা আনারস প্রতীক পান ২০৩৬ভোট, তার নিকট তম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী জাপানী বিজয় দেওয়ান ঘোড়া প্রতীক পান ১৪০০ ভোট, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মিতা চাকমা নৌকা প্রতীক ৫৮৬ ভোট পেয়েছেন।

 

২নং বনযোগীছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সন্তোষ বিকাশ চাকমা আনারস প্রতীক ১৭২৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী বিনোদ কুমার চাকমা টেবিল ফ্যান প্রতীক ৫৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী সুরেশ কান্তি চাকমা অটো রিক্সা ৫২২ ভোট পেয়েছেন।

 

মৈদং ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাধনা নন্দ চাকমা হেডম্যান আনারস প্রতীকে ১৬৬৯ভোট, আওয়ামী লীগের মনোনিত লাল বিহারী চাকমা নৌকা প্রতীক ৭৩৩ ভোট পেয়েছে।

 

উপজেলার দুমদুম্যা ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্নতা ও দুর্গমতার কারণে ইউনিয়নের তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া  গেছে  ফলাফলে স্বতন্ত্র প্রার্থী শান্তি রাজ চাকমা আনারস প্রতীক নিয়ে জয়ের পথে রয়েছেন।

 

উপজেলা  নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী ও রিটানিং অফিসার স্মৃতি ময় চাকমা জানান, জুরাছড়ি উপজেলায় শান্তিপূনভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। দুমদুম্যা ইউনিয়নটি যোগাযোগ বিচ্ছিন্নতা ও দুর্গমতার কারণে রোববার ফলাফল ঘোষনা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত