গ্রীনহীলের পরিচালিত বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষককে সন্মাননা ও ক্রেস প্রদান

Published: 25 May 2016   Wednesday   

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের উদ্যোগে বুধবার রাঙামাটিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জোর্তির ময় চাকমাকে পুরুস্কার প্রদান করা হয়েছে।


উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং গ্রীনহীলের স্পীড প্রকল্পের দ্বারা পরিচালিত হয়ে আসছে এ জীবতলী হেডম্যান পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি।


গ্রীনহীল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসুচি পরিচালক অমূল্যধন চাকমা। বিশেষ অতিথি ছিলেন গ্রীনহীলের ফিন্যান্স অফিসার প্রবীর কান্তি দে। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ইউনিয়ন কর্মকর্তা সনীল বরণ চাকমা, সহযোগী সংস্থা এইচএসডিও-এর প্রকল্প কর্মকর্তা তাপস কুমার চাকমা ও স্পীড প্রকল্পের পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকরা। অনষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা ধ্রুব কুমার চাকমা।


অনুষ্ঠানে জীবতলী হেডম্যান পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যোর্তিময় চাকমাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ক্রেস ও একশ টাকার ১০টি প্রাইজবন্ড দেওয়া হয়।


অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগড় এবং অজীবন সন্মাননার অধিকারী। আগামী প্রজন্মের কথা চিন্তা করে পেশাগত দায়িত্ব পালনে পালনে আরো গতিশীল ভূমি রাখার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত