কাউখালীতে সেভ দ্যা চিলড্রেন এর আর্থিক সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে কাউখালী উপজেলায় শিশুর ক্ষমতায়ন প্রকল্পের অধীনে বড়ডলু গ্রামে কাইগ পাইং প্রি-স্কুল ও রির্সোস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
বড়ডলু গ্রামে কাইগ পাইং প্রি-স্কুল ও রির্সোস সেন্টার উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন এর প্রকল্প ব্যবস্থাপক মিনাকী চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর কমর্সূচী পরিচালক কক্সি তালুকদার, শিশুর ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়কারী সুখেশ্বর চাকমা, উপজেলা প্রকল্প কমর্কতা অং সুই হ্লা মারমা, স্থানীয় কারবারী চিং থোয়াই প্রু এবং কাউখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তি রুই চা্ উ। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড অফিসার অং প্রো মারমা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিএমসির সভাপতি অং চিং মারমা।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আক্তার বলেন, শিক্ষা ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হওয়ার জন্য মারমা শিশুদের বাংলা ভাষা রপ্ত করতে হবে। আশিকা ও সেভ দ্য চিলড্রেন এর উদ্যোগে স্থাপিত এই কেন্দ্র মারমা শিশুদের মূলধারায় প্রবেশের পথ সহজ করবে আশাকরি। তিনি আরো বলেন, গঠিত ৯ সদস্য বিশিষ্ট সিএমসি কমিটি সহ এলাকাবাসীর-ই দায়িত্ব এ সেন্টারকে সঠিক ভাবে পরিচালনা করা এবং তা টিকিয়ে রাখা। এ ক্ষেত্রে তার পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতা অব্যআহত রাখার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, সেভ দ্য চিলড্রেন আর্থিক ও কারিগরি সহযোগিতা বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র রা্ঙ্গামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলা ১৭ ডিসেম্বর ২০১৪ সালে প্রকল্প কার্যক্রম শুরু করে। ২০১৫ সাল থেকে রাঙামাটি সদর উপজেলা চাকমা ভাষায় ৫টি এবং কাউখালী উপজেলা মারমা ভাষা ৫টি মোট ১০টি মাতৃভাষা ভিত্তি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করে। পাশাপাশি পার্শ্ববর্তী সরকারী বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণীর আদিবাসী শিক্ষাথীদের গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যালয়ের পাঠ শেষে রাঙামাটি সদর উপজেলায় ৩টি পাঠদান কেন্দ্র এবং কাউখালী উপজেলায় ৭টি পাঠদান মোট ১০টি পাঠদান কেন্দ্র চালু করে।
২০১৬সালে কাউখালী উপজেলায় কাযক্রম সম্প্রসারণের আরো ৫টি কেন্দ্র চালুর উদ্দ্যোগ গ্রহণ করে। চাকমা শিশুদের জন্য ২টি ও মারমা শিশুদের জন্য ৩টি মোট ৫টি কেন্দ্র চালু কর হয়। এ সব কেন্দ্রসমূহ প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র, ১ম ও ২য় শ্রেণীর শিক্ষাথীদের বৈকালিক পাঠদান কেন্দ্র এবং রির্সোস সেন্টার হিসেবেও ব্যবহৃত হবে।
-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.