কাউখালীতে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়নে তিন দিনের প্রশিক্ষণ উদ্ধোধন

Published: 22 May 2016   Sunday   

রাঙামাটির কাউখালী উপজেলার বাগছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়নে রোববার থেকে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

কাউখালী অফিসার্ কল্যাণ ক্লাবের হল রুমে সেভ দ্যা চিলড্রেন এর আর্থিক সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে সাপোর্টিং টু ফ্যাজিকেল ফ্যাজিলিটিস অফ মার্জিনালাইজড বাগছড়ি গর্ভ প্রাইমারী স্কুল সিলড্রেন ইন রাঙামাটি(সিএইচটি)প্রকল্পের অধীনে এ তিন দিন প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা), সেভ দ্যা চিলড্রেন এর রাঙ্গামটি অফিসের ম্যানেজার মিজ মিনাকী চাকমা, সিনিয়র প্রকল্প কমকতা অনিতা সেন, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর কমর্সূচী পরিচালক কক্সি তালুকদার, প্রকল্প সমন্বয়কারী সুখেশ্বর চাকমা ও প্রকৌশলী রূপেশ চাকমা। এছড়া বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা ।

 

উল্লেখ্য, সেভ দ্য চিলড্রেন আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সাপোর্টিং টু ফ্যাজিকেল ফ্যাজিলিটিস অফ মার্জিনালাইজড বাগছড়ি গর্ভ প্রাইমারী স্কুল সিলড্রেন ইন রাঙামাটি(সিএইচটি)-এর প্রকল্পের আওতায় রা্ঙামাটি পাবত্য জেলার কাউখালী উপজেলায় এবং বিদ্যালয় ও পাঠাগারের প্রয়োজনী আসবাপত্র ও উপকরণ সরবরাহসহ ৩টি টয়লেট ও ১টি গভীর নলকূপ সংযুক্ত ৬ কক্ষ বিশিষ্ট বাগছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত