শনিবার রাঙামাটিতে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
জেলা গণগ্রন্থাগারের আয়োজনে জেলা গণগ্রন্থাগারের মিলনায়তনে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন গনগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার। জেলা গণগ্রস্থাগারের সহকারী লাইব্রেরীয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা। বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল মওলা, উপজাতী সাংস্কৃতিক ইন্সটিটিউটের প্রাক্তন উপ-পরিচালক সুগত চাকমা, গ্রন্থাগারের প্রবীণ পাঠক অবসরপ্রাপ্ত প্রকৌশলী কিরণ বিকাশ চাকমা।
অনুষ্ঠান শেষে অতিথিরা আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উপলক্ষে রচনা, আবৃত্তি ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণী করেন।
প্রধান অতিথির বক্তব্যে গনগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার বলেন, দেশের প্রতিটি জেলার লাইব্রেরী আধুনিকায়নে সরকারর বিশেষ ২টি প্রকল্প অন্তভুক্ত করেছে যা শীর্ঘ্রই বাস্তবায়ন হবে। তারমধ্যে ১টি হলো লাইব্রেরী সম্প্রসারন ও ভবন উদ্ধমুখী করা এবং ডিজিটাল পদ্ধতিতে লাইব্রেরীতে থাকা সকল বই ই-বুকের মাধ্যমে ওয়েব সাইটে সংরক্ষন রাখা। এর ফলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে ওয়েবে থাকা বইগুলো সহজেই পড়া যাবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে সমস্ত জাতীয় দিবসগুলোর তাৎপর্যগুলোকে আমাদের মনে লালন ও ধারণ করতে হবে। যাতে করে আগামী প্রজন্মের কাছে আমরা সঠিক ইতিহাস তুলে ধরতে পারি। তিনি মুক্তিযুদ্ধেও ইতিহাস ও জাাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের মাতৃভাষা দিবস এখন আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি লাভ করেছে। এর ফলে এখন বিশ্ববাসি জানে পৃথিবীতে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র রয়েছে বাংলা ভাষা নামে একটি ভাষা রয়েছে। বাংলা ভাষাকে জাতিসংঘে অর্ন্তভুক্ত করার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একদিন তা সফল হবেই। দেশের সকল দিবস ও সঠিক ইতিহাস সর্ম্পকে জানতে বেশী বেশী করে বই পড়ার জন্য
শিক্ষার্থীদের প্রতি আহ্বানের জানিয়ে বলেন,বই পড়ার মাধ্যমে একটি গঠনমূলক সমাজ তথা দেশ গড়ে তুলতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.