পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পাহাড় জঙ্গলে ভরা অনুন্নত পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের শিখরে পৌঁছতে আর বেশি দিন সময় লাগবে না। শেখ হাসিনার শাসন আমলেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের মডেল স্থাপন করবে।
শনিবার বান্দরবানের সুয়ালক,মাঝের পাড়ায় সড়ক বিভাগের দুটি গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপন ও বিভিন্ন স্থাপনা উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সবসময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের দিকে সুনজর রয়েছে। আওয়ামীলীগ সরকার কথায় নয কাজে বিশ্বাসী। সে কারনে আজ পার্বত্য চট্টগ্রামের সর্বত্র দৃশ্যমান উন্নয়ন সাধিত হচ্ছে।
তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে আর কোন প্রকার অশান্তির দাবানল জ্বলতে দেয়া হবে না। যারাই পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্ঠির পায়তারা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
তিনি সদ্য সমাপ্ত ইউনিয়ান পরিষদ নির্বাচন সম্পর্কে বলে বান্দরবানের নির্বাচন বাংরাদেশে মডের স্থাপন করেছে। আগামীতেও যে কোন নির্বাচন সুন্দর,সুষ্ঠভাবে সম্পন্ন করে সমগ্র বাংলাদেশে নির্বাচনের মডেল স্থাপন করা হবে।
এসময় প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সাহায়তা প্রকল্পের আওতায় ৬০ লাখ টাকার ব্যয়ে বান্দরবান সদর উপজেলার লাল মোহন বাগান এলাকায় একটি জামে মসজিদ,মসজিদের ওজুখানা,বাথরুম,পানি সরবরাহকরন ও ধারক দেওয়াল নির্মান, ১২ লাখ টাকার ব্যয়ে লালমোহন বাগান এলাকায় যাত্রী চাউনি ও সিড়ি নির্মান উদ্বোধন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.