৭ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান

Published: 12 May 2016   Thursday   

বৃহস্পতিবার ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা ২০১৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। 

 

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকম। জেলা পরিষদের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভাঃ) উত্তম খীসা।


অনুষ্ঠানে অনন্য মেধা, ট্যালেন্টপুল ও সাধারণ এই তিন ক্যাটাগরিতে ৭ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় জেলার মোট ১০টি উপজেলার ১হাজার ৯শত ৫৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১শত ৬০জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলা থেকে অনন্য মেধায় ১জন, অন্যান্য উপজেলায় ট্যালেন্টপুলে ৩৭জন এবং সাধারণে ১২২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ৭ম শ্রেণী শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২শত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কথা উল্লেখ থাকলেও আগামীতে এ সংখ্যা বৃদ্ধি করা হবে। একইভাবে আগামী বছর হতে ৪র্থ শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এতে করে এ ধরনের উদ্যোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফলের তাড়না তৈরি করবে এবং শিক্ষক ও অভিভাবকদের অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের গুণগত শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের তিনি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত