বৃহস্পতিবার রাঙাামাটির শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাজী আবদুল বারী মাতব্বর এর মৃত্যু বার্ষিকী ও স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদ সদস্য ও শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুল মনসুর চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, শহীদ আবদুল আলী একাডেমী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সত্য নন্দী, এসএমসি কমিটির সদস্য মোঃ ছাওয়াল, স্কুলের প্রতিষ্ঠাতা হাজী আবদুল বারী মাতব্বর এর পুত্র হাজী হারুন মাতব্বর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের ২০জন মেধাবী শিক্ষার্থীকে দারিদ্র সহায়তা বৃত্তি ও ১০জনকে মেধাবৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে এ সরকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। তারমধ্যে বছরের ১ম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই প্রদান, শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষাবৃত্তি প্রদান, বিদ্যালয় সংষ্কার, আবাসিক বিদ্যালয় নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ উল্লেখযোগ্য।
তিনি শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের এ শিক্ষাবৃত্তি প্রতিবছর সচল রাখতে পরিষদ থেকে ৫লক্ষ টাকা ও বিদ্যালয়ে ২শত জোড়া বেঞ্চ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.