এসএসসিতে পানছড়িতে পাশের হার ৬১ শতাংশ

Published: 11 May 2016   Wednesday   

এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এবার পাসের হার ৬১ দশমিক ৯১ শতাংশ। তবে এবারও উপজেলার কোন বিদ্যালয়  থেকে জিপিএ ৫ পায়নি। 

 

জানা যায়, এবার পানছড়ি উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫৯৬জন। পাশ করেছে ৩৬৯জন। সে হিসেবে উপজেলা গড় পাশের হার ৬১.৯১। এদের মধ্যে পানছড়ি উচ্চ বিদ্যালয়ে ৯২জনের মধ্যে পাশ করেছে ৭৪জন। পাশের হার ৮০.৪৩। পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬জনের মধ্যে পাশ করেছে ২১জন। পাশের হার ৮০.৭৬। লোগাং বাজার বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৯১ জনের মধ্যে পাশ করেছে ৬৫জন। পাশের হার ৭১.৪২। লোগাং উচ্চ বিদ্যালয়ে ৭০ জনের মধ্যে ৪৮জন পাশ করেছে। পাশের হার ৬৮.৫৭। নালকাটা উচ্চ বিদ্যালয়ে ২৪ জনের মধ্যে ১৫জন পাশ করেছে। পাশের হার ৬২.৫।  উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে ২৬জনের মধ্যে ১৬জন পাশ করেছে। পাশের হার ৬১.৫৩। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ১৬৩জনের মধ্যে ৯৩জন পাশ করেছে। পাশের হার ৫৭.০৫। পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ে ১০৪ জনের মধ্যে ৩৭জন পাশ করেছ্ ে। পাশের হার ৩৫.৫৭।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত