চার দফা দাবী রাঙামাটিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

Published: 05 May 2016   Thursday   

দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা এবং কৃষি ডিপ্লোমাধারীদেরকে পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রদানসহ চার দফা দাবী  বৃহস্পতিবার রাঙামাটিতে কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মাারকলিপি  ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 

জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে কয়েক শত শিক্ষার্থী অংশ গ্রহন করে। মানববন্ধন চলাকালে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যে প্রদান করে রাঙামাটি কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, শিক্ষার্থী মো. মামুন, মো. ফারুক হোসেন, মো. জহির হোসেন, অনিল চাকমা, স্যামুয়েল ত্রিপুরা, ক্রাথোয়াই চিং মারমা ও সুকমল চাকমা প্রমুখ।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত