শনিবার ২কোটি ৬৮ লাখ ব্যয়ে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একাডেমিক-কাম পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য পঞ্চম তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করা হয়েছে।
নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.মফিজ আহম্মেদ। এসময় কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক দিননাথ চক্রবর্তী,সহকারি অধ্যাপক ফেরদৌস কবির দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ,কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ,কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন সুজন,কলেজ শাখা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমিত্র চাকমাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জাফর আহম্মদ জানান, এ কলেজে প্রধান সমস্যা একাডেমিক ভবন। তার পরের সমস্যা হলো শিক্ষক সংকট ও শিক্ষক কর্মচারীদের আবাসন সমস্যা। তিনি আরো জানান,কলেজে ১০টি বিষয়ের উপর কোর্স চালু রয়েছে। এছাড়া ও মার্ষ্টাসে ৪টি বিষয় চালু আছে। অনার্সে আরো ২টি বিষয় চালু করা হবে। এছাড়াও মাষ্টার্স-এ আরো নতুন ৩টি বিষয়ে অচিরেই চালু করা হবে। তাই কলেজে আরো নতুন ভবনের প্রয়োজন আছে।নতুন ভিত্তিপ্রস্তর ভবনটি হবে একাডেমিক ভবন কাম পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম ভবন।
রাঙামাটি ফ্যাসিলিটি শিক্ষা প্রকৌশলী বিভাগের সহকারি প্রকৌশলী রমনী চাকমা জানান,এই ভবনটি হবে মূলতঃ৫তলা তবে এখন মির্মাণ করা হবে ২তলা। এতে ব্যয় হবে ২ কোটি ৬৮লাখ টাকা। ভবনটির অর্থায়ণে কাজ করছেন ফ্যাসিলিটি ডির্পাটমেন্ট। আগামী জুন মাসের মধ্যে এ ভবনের শেষ করার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.