বাংলা নতুন বর্ষকে স্বাগত জানাতে বৃহস্পতিবার রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা,পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাতের উৎসবের আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসকের আয়োজনে নতুন বছরকে বরণ করতে আয়োজিত র্যালিটি রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালি শেষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে জেলা প্রশাসনের প্রাঙ্গনে পহেলা বৈশাখের অনুষ্ঠানে সূচনা করা হয়। শোভা যাত্রায় অংশ নেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ্য উষাতন তালুকদার,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সিভিল সার্জন ডা.স্নেহ কান্তি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকমর্তা এসএম মো: জাকির হোসেনসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা।
আলোচনা সভার শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পান্তা ভাতের আয়োজন করা হয়। পরে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উষাতন তালুকদার এমপি তার বক্তব্যে বলেন, এ উৎসব এলে পার্বত্য এলাকার সকল গ্রাম গঞ্জে আনন্দের ধুম পড়ে যায়। ছোট বড় সবাই এক সাথে আনন্দ ভাগাভাগি করে। এই উৎসব সবার জন্য বয়ে অনুক অনাবিল আনন্দ। তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় এই উৎসব শুধু একটি জাতির জন্য নয় এটি সবার জন্য, কারন এটি সকল জাতি সত্ত্বার জন্য একটি বড় উৎসব। এটা যেভাবে সকলে পালন করছে ঠিক তেমনিভাবে সবাই যাতে সারা বছর মিলেমিশে বসবাস করতে পারে এটাই হবে আমাদের আজকের প্রত্যাশা।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন বলেন, শান্তি সম্পতি একটি জাতিকে উন্নত করতে সাহার্য্য করে। বাংলা নববর্ষ হচ্ছে সকল জাতির উৎসব। ঠিক তেমনিভাবে রাঙামাটির সকল জাতি সত্ত্বার এই উৎসব আনন্দ যেভাবে ভাগাভাগি করে তা আসলে অন্য রকম লাগে। এদিকে বৈসাবি আর অন্য দিকে বাংলা নববর্ষ দুটির মিল সবার মিলন মেলা দেখা সকলে মুদ্ধ হয়ে যায়।তিনি আরো বলেন, সবাই যাতে এভাবে মিলে মিশে থাকতে পারি এটাই হবে আমাদের কাম্য ও সফলতা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.