অবহেলিত জনগোষ্ঠী ছেলে-মেয়েদের সুশিক্ষায় গড়ে তুলতে সরকার সকল প্রকার পদক্ষেপ গ্রহন করেছে-পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 10 Apr 2016   Sunday   

পার্বত্য প্রতিমন্ত্রী বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অবহেলিত জনগোষ্ঠী ছেলে মেয়েদের সুশিক্ষায় গড়ে তুলতে  সরকার সকল প্রকার পদক্ষেপ গ্রহন করেছে।

 

তিনি আরও বলেন,পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষক অভিভাবককে একযোগ কাজ করতে হবে। এজন্য শুধু আমার শিক্ষকেরা সএচতন হলে চলবে না প্রতিটি ছাত্রছাত্রীর অভিবাবকদের অবশ্যই স্বচেতন হতে হবে। অন্যথায় ছেলে-ময়েদের শিক্ষার মান বৃদ্ধি করা সম্ভব নয়।

 

রোববার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রি বিতনের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ,স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত