লামা মূখ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান

Published: 03 Apr 2016   Sunday   

লামা উপজেলার লামা মূখ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে।


লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর শুক্কুর এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাজ্ব মোহাম্মদ ইসমাইল।

 

এ সময় সংবর্ধিত অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মোস্তফা জামাল ও জনাবা ফাতেমা ফারুল, লামা পৌরসভার মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম। এই সময় স্বাগত বক্তব্য রাখেন লামা মূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর শুক্কুর, ছাত্রছাত্রীদের অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আকায়িত ও বাদশা মিয়া।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, বিদ্যালয়ের লেখা পড়ার মান আরো বাড়াতে হবে। ছাত্রছাত্রীদের লেখা পড়ার মান বাড়াতে শিক্ষকদের আরো বেশি করে পরিশ্রম করতে হবে। পাশাপাশি অভিভাবক দের আরো সচেতন হতে হবে। শুধু শিক্ষকদের উপর ছাত্র-ছাত্রীদের সকল দায়িত্ব চাপিয়ে দিলে হবে না। আপনার সন্তান বাড়িতে লেখা পড়া করছে কিনা আপনাদেরও খেয়াল রাখতে হবে।


তিনি আরও বলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। এই দায়িত্ব শিক্ষকদের। তাঁরাই শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখেন।

 

প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর আগামী প্রজম্ম গড়ে তোলার আহবান জানিয়ে বলেন বর্তমান সরকার শিক্ষার উন্নয়ন অনেক গুরুত্ব পূর্ণ কাজ করে যাচ্ছে। ডিজিটেল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছে সরকার।

 

তিনি বিদ্যালয়ের সকল সমস্যা অতিসত্বর সমাধান করা হবে বলে আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত