শিক্ষকদের মাতৃভাষায় শিক্ষার প্রসার ঘটাতে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে-চাকমা রাজা।

Published: 30 Mar 2016   Wednesday   

চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেছেন,শিক্ষকতা হচ্ছে সমাজে মহান পেশা। এ মহান পেশার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে শিক্ষকদের দেশ ও জাতির উন্নয়নে যেমনি অগ্রণী ভুমিকা রাখতে হবে। তেমনি সাধারণ শিক্ষার পাশাপাশি মাতৃভাষার শিক্ষার প্রসার ঘটাতে ও শিক্ষকদের আরো বেশী দায়িত্বশীল হতে হবে।

 

বুধবার  বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যার শিক্ষা কর্মসূচির আওতাধীন বরকল উপজেলায় পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

 

উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে টংগ্যার শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মানবাশীষ চাকমার সভাপতিত্বে জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক ওয়াসিউর রহমান তন্ময় উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষকদের দায়িত্ব কর্তব্য,বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও জাতীয় করণের প্রক্রিয়াধীন সংস্থার পরিচালিত ১৪টি বিদ্যালয় সর্ম্পকে আলোকপাত করেন।

 

এ সময় টংগ্যা সংস্থাটির পরিচালিত ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত