রাইখালী ইউপি কার্যালয়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষন সমাপ্ত

Published: 31 Oct 2014   Friday   

বুধবার কাপ্তাই উপজেলার রাইখালী ইউপি কার্যালয়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান পান্না। রাইখালী ইউপি চেয়ারম্যার অংশী মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্পের আহ্বায়ক ইউপি সদস্য অজয় কুমার সেন, ইউপি সদস্য আবুল হাসেম, ইউপি সদস্য বাদল মারমা, রাজিয়া সুলতান, সুইচাপ্রু মারমা, উপজেলা মার্কেটিং অফিসার মোস্তাক আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, প্রশিক্ষনার্থী উসাচিং মারমা প্রমুখ। দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-২ এর আওতায় দরিদ্র বেকার যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষনের আয়োজন করা হয়।প্রধান অতিথি বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান পান্না বলেন, ।দৈনন্দিন জীবনে কম্পিউটারের বিকল্প নেই। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে কম্পিউটার শিখা আবশ্যক। কম্পিউটার ছাড়া অফিস আদালতের কাজকর্ম চিন্তাই করা যায় না।
–হিলবিডি২৪/সম্পাদনা.সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত