খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমান পাঠাগারের কার্যক্রম শুরু

Published: 24 Mar 2016   Thursday   

খাগড়াছড়িতে চাকার উপর ভ্রাম্যমান পাঠাগারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকায় ভ্রাম্যমান এ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব ত্রিপুরা।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজোট্যান্ট লে: সাঈদ যোবায়েদ।

 

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা, শিশু কিশোরদের পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, সাহিত্য ও উপনাস্যের বই পড়তে আহ্বান জানান।

 

খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজোট্যান্ট লে: সাঈদ যোবায়েদ জানান, খাগড়াছড়ি সদরের বিভিন্ন পাড়া মহল্লায় ভ্রাম্যমান পাঠাগারের কার্যক্রম চলবে। লাইব্রেরীর কার্ড দেয়া হবে। কার্ডটি দিয়ে একসপ্তাহের জন্য বই নেয়া যাবে। ভ্রাম্যমান এ লাইব্রেরীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, উপন্যাস, গল্প, জীবনীমূলক ও শিশুতোষ বই রয়েছে।প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লাইব্রেরীর কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী খাগড়াছড়ি সদর সেনা জোনের মাঠে ভ্রাম্যমান পাঠাগারটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার(জিওসি) মেজর জেনারেল সফিকুর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত