খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জাবারাং হলরুমে অনুষ্ঠিত সভায় ২০১৬ সালের ১ম সাময়িকীতে শিশুদের বাংলায় পঠন দক্ষতার মূল্যায়ন কিভাবে করা হবে এবং শিক্ষকদের সাথে শিশুদের মূল্যায়ন বিষয়ে কি কি উপায়ে আলোচনা করা যায় তা মাল্টিমিডিয়া ব্যবহার করে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, হ্যাপী চাকমা, ঝর্ণা চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক বাবু মথুরা বিকাশ ত্রিপুরা, দয়ানন্দ ত্রিপুরা এবং শুভ রঞ্জন ত্রিপুরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জাবারাং কল্যাণ সমিতি খাগড়াছড়ি জেলার ৩টি উপজেলায় (খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা) ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেভ দ্য চিলড্রেন ও ইউএসএআইডি এর সহায়তায় ‘রিড’ নামে একটি শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো -প্রকল্পভূক্ত প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের বাংলায় পঠন দক্ষতা বৃদ্ধি করা।
প্রকল্পের উদ্দেশ্য অর্জনের জন্য জাবারাং কল্যাণ সমিতি শিক্ষকদের প্রশিক্ষণ, বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহ , কমিউনিটি রিডিং ক্যাম্প, পড়া উৎসব এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার কমিউনিটিদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজনসহ বিভিন্ন ধরণের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.