শতস্ফুর্ত আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান এবং বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মোস্তফা জামালসহ লামা পৌরসভার মেয়র, কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যোগে সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় মাঠ চত্বরে এ পুরস্কার বিতরন অনুষ্ঠান ও সংবর্ধনা দেওয়া হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে লামা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল্হাজ মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি’র পতœী(স্ত্রী) মেহা¬প্রু মার্মা। এ সময় বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম। বক্তব্য দেন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজসহ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টের খেলাধুলা ও সংগীতের প্রতিযোগীতাসহ চার দলে বিভক্ত হয়ে হাউজ সাজানোর প্রতিযোগীতা ছিল। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় কমিটি ভূক্ত শিক্ষকরা ছাত্রীদের চার দলে বিভক্ত করে দেয়। ছাত্রীদের একজনকে প্রধান করে প্রতিটি দলে একটি করে কমিটি করে দেয়। চার দল যথাক্রমে, দোয়েল দল, কোকিল দল, ময়না দল ও কোয়েল দল। তার নিজেদের মধ্যে স্মৃতি পরীক্ষা, জ্ঞান জিজ্ঞসা, ব্যাড বিন্টন, ছোট বড়দের ১০০মিটার দৌড়,স্কিপিং, ভারসাম্য দৌড়, রবীন্দ্র সংগীত, নজরুল সংঘীত, পল্লীগীতি, দেশাত্মবোধক, কেরাত, হামনাত ও কবিতাসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করে। এ ছাড়া লামা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্দ্যেগে নবনির্বাচিত বান্দরবান জেলা পরিষদের সদস্য মোস্তফা জামালসহ নবনিযুক্ত লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলামসহ পরিষদের কাউন্সিলরবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি মেহা¬প্রু মার্মা বলেন, ছাত্রীদের মনোযোগ দিয়ে আরো লেখাপাড়া করতে হবে। নিজের পায়ে নিজে দাড়াঁতে হবে। লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এতো সুন্দর একটি অনুষ্ঠানে এসে আমি সত্যিই বিমোহিত আনন্দিত। বিদ্যালয়ের ছাত্রীরা নিজেদের আঙ্গিকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করেছে। যেভাবে ছাত্রীরা সাজিয়েছে সত্যি বলতে কি জেলা সদরের মেয়েরাও পারবে না। অসংখ্য ধন্যবাদ লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের এবং বিদ্যালয় পরিচলানা কমিটির সকলকে।
তিনি আরো বলেন, লামার মানুষ অনেক ভালো। ন্যায় অন্যায় বিবেচনা করে সহজে ভালোকে গ্রহন করে। তার প্রমাণ দেশে যতবারই জাতীয় নির্বাচন এসেছে ততবারই স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ ধারা নিয়ে নির্বাচন হয়েছে। লামার মানুষ প্রতিবারই স্বাধীনতার বিপক্ষ শক্তিকে বর্জন করে মুক্তিযুদ্ধের চেনার শক্তিকে মনে ধারন করে নৌকার প্রতিককে জয় করেছে। তার সুবাধে বান্দরবান জেলায় বীর বাহাদুর ৫ বার এমপি হয়েছেন।
এখন সারা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্রীদের অভিভাকদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা মেয়েদের লেখা পড়ার জন্য অনেক পরিশ্রম করছেন। আরো বেশী মনোযোগী হয়ে আপনারা মেয়েদের লেখা পড়া করান। আপনাদের সন্তানরা উচ্চ শিক্ষিত হয়ে দেশ সেবায় নিয়োজিত হউক এ আর্শীবাদ করি আমি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.