কাপ্তাইয়ের একমাত্র কর্ণফুলী ডিগ্রী কলেজকে অবশ্যই জাতীয়করণ করা হবে। সরকার ইতিমধ্যে প্রতিটি উপজেলায় একটি করে কলেজকে সরকারী করণ করার ঘোষণা দিয়েছে।
শনিবার কর্ণফুলী ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ সামসুল আরেফীন এ কথা বলেন।
তিনি আরও বলেন কোন কলেজকে সরকারী করণ করতে হলে কলেজ কর্তৃপক্ষের কিছু নীতিমালা অনুসরণ করা প্রয়োজন। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল আলম, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা। বক্তব্য রাখেন অধ্যাপক বিপুল কান্তি বড়–য়া,কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ড. নাসির উদ্দীন, একাদশ শ্রেণির ছাত্র আরমান হোসেন, বিদায়ী ছাত্রী ফারজানা আক্তার সুইটি, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন, নুরুল হুদা কাদেরীয়া স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়–য়া,কলেজের উপাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সদস্য হুমায়ুনুর রহমান, এ্যাডভোকেট তিমির পদ বড়ুয়া প্রমুখ।
সভাশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.