কাপ্তাইয়ের পাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

Published: 16 Mar 2016   Wednesday   

বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ছোট পাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা।  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চাঁন কুমার তনচংগ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রঞ্জন কুমার সামন্ত, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী। বক্তব্যে রাখেন বিদ্যালয় পরিচালনা  কমিটির সহ-সভাপতি লক্ষী কুমার কার্বারী, বিহার অধ্যক্ষ ভদন্ত মহাস্থবির ক্ষেমানন্দা, ভদন্ত চন্দ্রবংশ স্থবির প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সান্তনা চাকমা বলেন, শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়। শিক্ষিত হওয়া ছাড়া উচ্চ পদে আসীন হওয়া যায় না।  তিনি শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়ের মাঠ বড় করা এবং স্কুলের পিছনে ভাঙ্গন রোধে ধারক দেওয়াল নির্মাণের আশ্বাস দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত