মঙ্গলবার বান্দরবানের সরকারী কলেজের এক শিক্ষকের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা।
বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে শিক্ষার্থীরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে বান্দরবান প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান হঠাৎ করে কলেজের প্রানী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড, আরশাদুল ইসলামকে দোবদ্বার অন্যত্র বদলী করাহয়। এ বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে তারা বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসুচী পালন করেছে। বদলীর আদেশ প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসুচী দেয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.