রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সোলার প্যানেল বিতরণ

Published: 13 Mar 2016   Sunday   

ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নত প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারের জন্য রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আমতলী উচ্চ বিদ্যালয়ে সোলার প্যানেল বিতরণ করা হয়। 

 

জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আমতলী বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ রাসেলের  হাতে ২শত ওয়াটের সোলার প্যনেল, বাতি ১০টি, চার্জ কন্ট্রোলার ৪টি, ব্যাটারী ৪টি, সুইচ ১০টি, বক্স ১০টি ও ক্যাবল হস্তান্তর করেন। এসময় জেলা পরিষদের শিক্ষা কমিটির আহ্বায়ক এবং পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত