জুরাছড়ির শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

Published: 27 Feb 2016   Saturday   

শনিবার জুরাছড়ি উপজেলার শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ মেজবা উল ইসলাম খান। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কিশোর কুমার চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, অনারেবল লেপ্টেনেন মোঃ সৈকত আলী, বনযোগীছড়া হেডম্যান করুনা ময় চাকমা, বনযোগীছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্য সান্তনা চাকমা, ওয়ার্ড সদস্য সুরেশ চাকমা।  সভায় স্বাগত বক্তব্যে শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপম ত্রিপুরা। এ সময় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য ও ছাত্র-ছাত্রীদের অবিবাবগসহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

 

এ সময় জোন অধিনায়ক  মোঃ মেজবা উল ইসলাম খান বিদ্যালয়ের শিক্ষা উন্নয়নে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বিদ্যালয় উন্নয়নে নগদ ১০ হাজার টাকা ও রাঙামাটি আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য যাতযাত খরচ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত