জুরাছড়িতে বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Published: 18 Feb 2016   Thursday   
no

no

বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলায় বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

মৈদং ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত লোকাল গর্ভমেন্ট সার্পোট প্রজেক্টের আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার।  এ সময় মৈদং ইউপি সচিব সুমন চাকমা, প্রকল্প সভাপতি সোনালী চাকমা, স্কীম তত্বাবধন কমিটির সভাপতি অরুন কুমার চাকমা ও কমিটির সদস্যগণসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বেকার নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন।

 

মৈদং ইউপি সত্রে জানা  গেছে, চলতি অর্থ বছরের লোকাল গর্ভমেন্ট সার্পোট প্রজেক্টের প্রথম পর্যায় প্রাপ্ত বরাদ্দে সংরক্ষিত ওয়ার্ড সদস্য সোনালী চাকমা কর্তৃক অতি দরিদ্র নয়টি ওয়ার্ডের বেকার নারীদের মাঝে ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার বলেন, বর্তমান সরকার নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। এ সব কর্মসূচী যথাযথ কাজে লাগাতে পারলে এলাকায় নারীদের আর দারিদ্রতায় মধ্যে থাকতে হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত