রাঙামাটির নানিয়ারচর উপজেলায় গ্রীনহিলের উদ্যোগে ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে দক্ষিন কেংগলছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রীনহিল স্পীড প্রকল্পের উদ্যোগে ১৪ ফ্রেরুয়ারী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা।
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি জয় কৃষ্ণ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৯নং ওর্য়াডের সদস্য বিমল চাকমা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক্ষ্যং মৌজার কাবারী, মা দল কমিটি ও শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠান স্পীড প্রকল্পের ইউরিয়ন অফিসার স্মৃতি মোহন ত্রিপুরা। সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন স্পীড প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা সরোজ চাকমা।
প্রধান অতিথি বক্তব্যে ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা এ মহান উদ্যোগ গ্রহন করার জন্য তিনি গ্রীনহিল সংস্থা ও শিক্ষাকার্ষক্রমকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড সুশিক্ষায় শিক্ষিত না হলে কোন জাতি দেশের উন্নতি করতে পারে না। যে জাতি যত শিক্ষিত সে জাতি উন্নত।
তিনি শিক্ষক অভিবাবক এবং বিদ্যালয় কমিটির উভয়ের সম্বয়নের মাধ্যমে কাজ করে যাওয়ার পরামর্শ দেন । এসময় তিনি শিক্ষার্থীদের পাঠ দানের সুবিধাথে কিছু আসবাবপত্র প্রদানের জন্য আশ্বাস দেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.