সকল জাতি সত্বার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ৫ দফা দাবীতে সোমবার রাঙামাটির কতুকছড়িতে শিশু র্যালীর আয়োজন করা হয়।
বৃহত্তর পাহাড়ী ছাত্র পরিষদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কতুকছড়ি মহাপ্রুম উচ্চ বিদ্যালয়ের গেইটে সামনে আয়োজিত সমাবেশে বক্তব্যে রাখেন পিসিপির কেন্দ্রীয় নেতা অনিল চাকমা ও পিসিপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিকন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী রীণা চাকমা প্রমুখ।
এর আগে একটি শিশু র্যালী মহাপ্র“ম উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে শুরু হয়ে কতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে আবারও মহাপ্রুম উচ্চ বিদ্যালয়ের গেইটে সামনে গিয়ে সমাবেশ করা হয়। র্যালীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশে বক্তারা রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নয় উল্লেখ করে সকল জাতি সত্বার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ ৫ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.