রাঙামাটি সরকারী কলেজে বাণী অর্চনা উদযাপিত

Published: 13 Feb 2016   Saturday   

 শনিবার রাঙামাটি সরকারী কলেজে বাণী অর্চনা উদযাপিত হয়েছে।

 

কলেজ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী। সনাতন ছাত্র সংসদের কলেজ শাখার সভাপতি মুন্না দে-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজ আহমেদ, কলেজের সহযোগী অধ্যাপক দীন নাথ দে,সহকারি অধ্যাপক দীপক কুমার আচার্য,প্রভাষক তাপস কান্তি দে, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জগন্নাথ ভদ্র,পঞ্চানন ভট্টাচার্য্য।

 

বক্তব্যে রাখেন অন্তর সেন,রুবেল দে ও জনি দে। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি সরকারী কলেজের সনাতন ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিব মল্লিক। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজন,রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পাসহ কলেজ শাখার ছাত্রদলের সভাপতি, সম্পাদক ও সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

 

এর আগে মঙ্গল প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ  রাঙামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আকবর হোসেন  চৌধুরী বলেন, প্রতিটি ধর্মেই শান্তি ও সম্প্রীতির কথা বলা হয়েছে। মহামনিষীদের বাণী অন্তরে ধারন করতে পারলে সকলের মধ্যে হিংসা হানাহানি কমে আসবে।

 

তিনি আরও বলেন, বর্তমানে রাঙামাটি সরকারী কলেজে অনেক সমস্যা রয়েছে সে গুলোর সমাধান ও ধীরে ধীরে হচ্ছে। একাডেমিক বভনের সমস্যার কথা বলা হয়েছে,যা অচিরেই সমাধান হয়ে যাবে। বর্তমানে কলেজে ৬টি বিষয়ের উপর অনার্স কোর্স চালু  রয়েছে এবং আগামীতে আরো কয়েকটি বিষয়ের উপর অনার্স কোর্স চালু করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত