বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। কালেক্টরেট ভবনে জেলা আইনজীবী সমিতির মিলয়াতনে রোববাবার অনুষ্ঠিত নির্বাচনে জেলা আইনজীবী সমিতিতর মোট ৪২ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে মুখ্য র্নিবাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট স্বপন কুমার চৌধুরী। নির্বাচনে ২৪ ভোট পেয়ে এ্যাডভোকেট মো: জয়নুল আবেদীন সভাপতি র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: ইলিয়াছুর রহমান পান ১৫ ভোট।
এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি র্নিবাচিত হয়েছেন এ্যাডভোকেট মো: আবুল কালাম। বিনা প্রতিদ্বন্ধীতায় সাধারন সম্পাদক র্নিবাচিত হন এ্যাডভোকেট মো: ইকবাল করিম, সহ-সাধারন সম্পাদক পদে এ্যাডভোকেট মো: এমদাদ উল্ল্যাহ,অর্থ সম্পাদক পদে এ্যাডভোকেট বাচিং থোয়াই মারমা, ১নং সদস্য পদে এ্যাডভোকেট শামসুল আলম ও ২নং সদস্য পদে এ্যাডভোকেট মো: আবু তালেব র্নিবাচিত হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.