কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Published: 08 Feb 2016   Monday   

সোমবার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত ৪১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে ।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিস কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী।

 

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন  উপজো পরিষদের ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, এ্যানি চাকমা। বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সদস্য নিংবাইউ মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, বিআরডিবি কর্মকর্তা অলি উল্লাহ খান, কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসিচিং মারমা প্রমুখ।

 

সভা শেষে ২০১৫ সালে অনুষ্ঠিত উপজেলার ৬৩ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় অস্বচ্ছল কৃত শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার।

 

সভায় বক্তারা বলেন, শুধু প্রাইভেট নয় শ্রেণী পাঠদানে মনোযোগী হতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদের মেধাবী হিসাবে গড়ে তুলতে হলে অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। তবেই জাতি সমৃদ্ধ সুনাগরিক তৈরী করতে পারবে। বক্তারা বলেন, শিক্ষার বুনিয়াদই হলো প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীদের প্রতিযোগী মানসিকতায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা বাড়াতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত