সোমবার রাঙামাটিতে শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমদ খান, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী ও রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক প্রমুখ।
আলোচনা শেষে স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, শিক্ষা ছাড়া পৃথিবীর কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষার কোন বিকল্প নেই। পার্বত্য অঞ্চল তথা রাঙামাটির শিক্ষার মান উন্নয়নে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শিশুদের সু-শিক্ষায় গড়ে তুলতে হবে। সু-শিক্ষা দেওয়ার জন্য ভাল মানের স্কুলের প্রয়োজন। শহীদ আব্দুল আলী একাডেমী এ জেলার একটি অন্যতম এবং ঐতিহ্যবাহী স্কুল। এ স্কুল থেকে পড়া-লেখা করে অনেক কৃতি শিক্ষার্থীর জন্ম হয়েছে। যারা বর্তমানে দেশের সেবায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে।
তিনি বলেন, সকলের সহযোগিতা এবং ভোটের মাধ্যমে পৌর নির্বাচনে বিজয়ী হয়েছি। নির্বাচনে আমার প্রথম লক্ষ্য ছিলো এ শহরকে পর্যটন বান্ধব এবং শিক্ষার উন্নতি সাধন করা। এবার সময় হয়েছে জনগণের দাবি মেঠানোর। আমার কাজে আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে অঞ্চলের উন্নয়ন করা সম্ভব নয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.