রাঙামাটিতে প্রাথমিক শিক্ষার সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালা

Published: 08 Feb 2016   Monday   

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে সোমবার রাঙামাটিতে  প্রাথমিক শিক্ষার সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মোস্তফা জামান।

 

জেলা প্রাথমিক শিক্ষঅ অফিসার  আবু জাফর মোঃ সালেহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা , জেলা শিক্ষা অফিসার গোলজার আহমেদ খান, পিটিআই সুপার ছিদ্দিকুর রহমান।

 

কর্মশালায় বক্তব্য রাখেন  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, প্রধান শিক্ষক সুবিনয় চাকমা, হাসান উদ্দিন সরকার । মূল ধারনা পত্র উপসাথাপন করেন জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম ।কর্মশালা পরিচলনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা ।

 

কর্মশালায় উপজেলার উপজেলা ও সহকারী উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার এবং রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।

 

কর্মশালায় জানানো হয় রাঙামাটি পার্বত্য জেলায় ২০১৫ সালের জরিপ অনুয়ায়ী শতকরা  ৯৫ ভাগ শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং এখানে ঝরে পড়ার হার শকরা ৪ দশমিক ৭৬ ভাগ । প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গত ৩ বছর রাঙ্গামাটি জেলা থেকে পাশের শতকরা হার ৯৮ ভগের বেশী।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মোস্তফা জামান রাঙামাটি পার্বত্য জেলায় মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

 

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি আর শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর তাই প্রাথমিক স্তরের শিক্ষার উপর জাতির সুন্দর  ভবিষ্যৎ নির্ভর করছে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে  । মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

তিনি জেলায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের পাঠদানে অধিকতর মনোনিবেশ হওয়ার পাশাপাশি শিক্ষা উপকরনের ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন । পাশাপাশি শিশুদের অধিক বই দিয়ে তাদের উপর বোঝা সৃষ্ঠি না করারও পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত