‘আঁধার ডিংগিয়ে-আলোর পথে’ এই শ্লোগানে শুক্রবার খাগড়াছড়িতে স্বপ্নসিঁড়ি মেধা বৃত্তি ও সনদপত্র বিতরন করা হয়েছে।
খাগড়াছড়ি পৌর মিলনায়তনে স্বপ্নসিঁড়ি আয়োজনে মেধাবৃত্তি-২০১৫খ্রি: কমিটির আহবায়ক সাগর দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসার ঝর্না চাকমা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতি প্রভা তালুকদার।
সংস্কৃতিকর্মী প্রভাত তালুকদার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ি’র সাধারন সম্পাদক কাঞ্চন চৌধুরী, খাগড়াছড়ি যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো: আব্দুল মান্নান কবির, অভিভাবক প্রতিনিধি ব্যবসায়ী মো: আব্দুস সালাম এবং শিক্ষক নেতা স্বপন কুমার চৌধুরী।
এসময় বৃত্তি’র জন্য নির্বাচিত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৩য় শ্রেনী থেকে ৭ম শ্রেনী পর্যন্ত ২৩ জনকে এবং ১’শ ৪৯ জনকে সাধারণ বৃত্তি সহ মোট ১’শ ৬২জন ছাত্র/ছাত্রীকে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি’র বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর ক্ষুধা ও দারিদ্্র মুক্ত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের মাধ্যমে দেশকে উন্নয়নে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার প্রত্যন্ত এলাকার ঝড়ে পড়া শিশুদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। দেশে প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত বেশী হলে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.