বাইশারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

Published: 04 Feb 2016   Thursday   

“মানসম্মত শিক্ষা-জাতির প্রতিজ্ঞা” এই স্লোগানকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ বৃহস্পতিবার পালিত হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ কামাল হোছাইনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে বাইশারী বাজারসহ বিভিন্ন অলিগলি ঘুরে পূণরায় স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বাইশারী সদরের বিভিন্ন আনন্দ স্কুলও অংশগ্রহন করে।

 

এ সময় র‌্যালীতে অংশগ্রহন করেন বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আলম কোম্পানী, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম বাহাদুর, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব নুরুন্নবী, জলিলুর রহমান, সহকারী শিক্ষক ক্যঅং চাক, মোঃ মিজানুর রহমান, ছালামত উল্লাহ, মোঃ বেলাল, সহকারী শিক্ষিকা জোবেদা খানম, রওজাত আরা বেগম, আনন্দ স্কুল শিক্ষক নুরুল কবির রাশেদসহ শত শত শিক্ষার্থী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত