বৃহস্পতিবার বান্দরবান পাবলিক স্কুল এন্ড কলেজের অষ্টম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল ইসলাম পিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ হাবিবুর রহমান পিএসসি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা,সিনিয়ার সহকারী পুলিশ সুপার চম্পারানী সাহা,সিনিয়ার সহ কারী পুলিশ সুপার শামিমা আক্তার,সদও উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,পৌর মেয়র মোঃ ইসলাম বেবী,মাসিক নীলাচলের সম্পাদক ইসলাম কোম্পানী।
স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর দিলীপ কুমার রায়। এসময় বান্দরবানের বহু গন্যমান্য ব্যক্তি,সরকারী কর্মকর্তা,উর্ধতন সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজের ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর বান্দরবান পাবলিক স্কুল এন্ড কলেজের মাষ্টার্স এবং অনার্স কোর্ষ চালু করলে সরকার সকল প্রকার সহযোগীতা প্রদান করা হবে।
তিনি আরও বলেন এ স্কুল এন্ড কলেজের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে এ পর্যন্ত বিভিন্ন স্থাপনা নির্মানের জন্য ৩ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করা হয়েছে।
তিনি বলেন এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের গর্ব সোনার বাংলা গড়ার কারিগর হিসাবে দেশ বিদেশে ছড়িয়ে ছিঠিয়ে গিয়ে দেশের উন্নয়ন ও সুনাম অর্জনে কাজ করবে।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল ইসলাম বলেন এ প্রতিষ্ঠানটি জনগনের,জনগনের ছেলে-মেয়রা এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে দেশের সুনাম বয়ে আনবে। সেকারনে বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকলের সহযোগিতাা তিনি এক্ষান্তভাবে কমনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.