লামা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

Published: 03 Feb 2016   Wednesday   

বুধবার লামা পৌরসভার নতুন মেয়র মোঃ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিদায়ী ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ আলী আহাম্মদ আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেন।

 

পৌরসভা মিলনায়তনে সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সময় লামা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আলী আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক লামা পৌরসভার প্রথম চেয়ারম্যান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। অন্যান্যর সময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আল আমিন, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মাসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

 

লামা পৌরসভা সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর লামা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় পৌর পরিষদের মেয়র হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১,২,৩নং ওয়ার্ড থেকে শাকেরা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড থেকে জো¯œা বেগম ও ৭,৮,৯নং ওয়ার্ড থেকে জাহানারা বেগম নির্বাচিত হয়। সাধারণ কাউন্সিলর হিসেবে ফরিদ উদ্দিন ১নং, মোঃ হোসেন বাদশা ২নং, মোঃ সাইফুদ্দিন ৩নং, মোঃ রফিক ৪নং, আবু ছালাম ৫নং, মোঃ জাকের হোসেন ৬নং, মোঃ কামাল উদ্দিন ৭নং, মোঃ ইউছুপ ৮নং ও মোঃ হাবিল মিয়া ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়।

 

দায়িত্ব গ্রহণকালে লামা পৌরসভার নব-নির্বাচিত মেয়র জহিরুল ইসলাম বলেন, অন্ধকারাচ্ছন্ন লামা পৌরসভাকে আলোকিত করতে মাষ্টারপ্লান করে উন্নয়ন করা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেচিং এমপি লামা পৌরসভার উন্নয়নে অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অতি স্বল্প সময়ে লামা পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে সকলের সহায়তা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত