পানছড়িতে দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠান সম্পন্ন

Published: 30 Jan 2016   Saturday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের উন্নতি ও মঙ্গল কামনায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

 

পানছড়ি ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ উপলক্ষে শনিবার দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা মাঠে, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসা ম্যানিজং কমিটির শিক্ষানুরাগী সাবেক সদস্য মোঃ শাহজাহান কবির সাজু।

 

এতে কোরআন তিলাওয়াত করেন, ৯ম শ্রেণীর ছাত্র মোঃ ইউনুছ আলী, হামদ্ ও নাত পরিবেশন করেন, দাখিল পরীক্ষার্থী মোছাম্মদ আমেনা খাতুন। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির শিক্ষক রাশেদুজ্জামান অলি।

 

এতে আরও বক্তব্য রাখেন, বিএসসি শিক্ষক মোঃ নুর ইসলাম, দাখিল পরীক্ষার্থী মোঃ হোসেন ও মোছাম্মদ শাফিয়া আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের মঙ্গল ও উন্নতি কামনা করে বিষেশ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।   

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত