রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন

Published: 28 Jan 2016   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন। চাকমা সার্কেল চীফ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিষ্টার দেবাশীষ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার গোলজার আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কুমার নন্দিত রায়।

 

স্বাগত বক্তব্য রাখেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক। অনুষ্ঠান শেষে  অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ  করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন বলেন, শুধু পুথিগত বিদ্যা অর্জন করে নিজেকে কখনোই প্রতিষ্ঠিত করা যায় না। বিদ্যা অর্জন করতে  হলে এবং বড় হতে চাইলে পুথিগত বিদ্যার পাশাপাশি কারিগরী ও সামাজিক শিক্ষার প্রয়োজন।   তাই একজন শিক্ষার্থী  যদি বড় হতে চায় তাহলে শুধু পাঠ্য বই পড়লে হবে না তাকে বড় বড় লেখককের বইও পড়তে হবে। তাহলে একজন শিক্ষার্থীর আগামী দিনে তার চলার পথে আর কোন বাধা থাকবে না।

 

চাকমা রাজা দেবাশীষ রায় দুর্গম এলাকা থেকে  যেসব শিক্ষার্থী এ বিদ্যালয়ে কষ্ট করে লেখা পড়া করছে তাদের জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে উল্লেখ করে বলেন, আগামীতে বিদ্যালয় সংস্কারের মাধ্যমে হোষ্টেল নির্মাণ করা যায় তাহলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পাবে। তবে  হোষ্টেল নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত