আগামী ৩০ জানুয়ারী থেকে রাঙামাটি সরকারী কলেজের পাঠদান কার্যক্রম শুরু

Published: 27 Jan 2016   Wednesday   

প্রায় ৩মাস ১২ দিন বন্ধ থাকার পর আগামী ৩০ জানুয়ারী থেকে পার্বত্যাঞ্চলের ঐতিহ্যবাহী রাঙামাটি সরকারী কলেজ ও  বিশ্ববিদ্যালয়ের শ্রেনী পাঠদান কার্যক্রম পুরোপুরি শুরু হচ্ছে।

 

 গত বছর ১৭ অক্টোবর রাঙামাটি সরকারী কলেজে ছাত্রলীগ ও পাহাড়ী ছাত্র পরিষদের সংঘর্ষের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ সৃষ্ঠ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য কলেজের  যাবতীয় শ্রেনী পাঠদান কার্যক্রম স্থগিতের  ঘোষনা  দেয়।

 

রাঙামাটি সরকারী  কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজ আহমেদ জানান, গত বছর ১৭ অক্টোবর সৃষ্ঠ ঘটনার পর  কলেজের অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হলেও এতদিন শ্রেনী পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

 

বুধবার রাঙামাটি সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের  শ্রেনী পাঠদান কার্যক্রম শুরুর লক্ষে কলেজের একাডেমিক কাউন্সিল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে আগামী ৩০ জানুয়ারী  থেকে কলেজের পুরোপুরি শ্রেনী পাঠদান কার্যক্রম শুরু করার জন্য সিদ্ধান্ত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত